দেখা যাবে ঋত্বিকের সঙ্গে টাইগারের যুদ্ধ!
ই-বার্তা।। ঋত্বিক রোশন ও টাইগার শ্রফকে একই মুভিতে দেখা যাবে। অ্যাকশন ধর্মী এই ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস’র ব্যানারে নির্মাণ করা হবে মুভিটি।
ঋত্বিক রোশন ও টাইগার শ্রফকে অ্যাকশন ধর্মী ছবিতে একসঙ্গে দেখা যাবে। এখনো নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস’র ব্যানারে নির্মাণ করা হবে। ছবির প্রধান চরিত্র নিয়েও এখনও কোনও কথা বলেননি আদিত্য চোপড়া।
আগামী বছর থেকে ছবিটির শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করবেন আদিত্য চোপড়া। আপাতত ১২০ কোটি রুপি ধরা হয়েছে ছবির প্রাথমিক বাজেট। ২০২০ সালের ২৫ জানুয়ারি ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।