‘দেশের জাতীয় বাজেটের ২০ শতাংশই যাচ্ছে ঋণখেলাপিদের পকেটে’
ই- বার্তা ডেস্ক।। বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন অভিযোগ করেছেন যে, দেশের জাতীয় বাজেটের ২০ শতাংশই ঋণখেলাপিদের পকেটে চলে যাচ্ছে বলেই বাজেটের সুফল মিলছে না।
আজ সোমবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি আয়োজিত ‘দুর্নীতি, ঋণখেলাপি ও ব্যাংকিং খাতের নৈরাজ্যের বিরুদ্ধে সুস্পষ্ট অঙ্গীকার চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মেনন বলেন, ‘যে দেশে মোট বাজেটের ২০ শতাংশ ঋণখেলাপিদের পকেটে চলে যাচ্ছে, সেখানে বাজেট যত বড়ই হোক না কেন, দেশের জনগণ কখনোই তার সুফল ভোগ করতে পারবে না।’
তিনি বলেন, ‘শোনা যাচ্ছে, এবারের অর্থবছরে পাঁচ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ব্যাংকিং, খেলাপি ঋণ আর দুর্নীতি। বিপরীতে বাজেট বাস্তবায়নের মূল বিষয় হচ্ছে নীতি। নীতিভ্রষ্টতা থাকলে সেই বাজেট উন্নয়নমুখী হয় না। গত অর্থবছরে আমাদের জাতীয় বাজেট ছিল চার লাখ কোটি টাকারও বেশি। কিন্তু এখন পর্যন্ত এর ৫০/৬০ শতাংশও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর মধ্যে আবার অনেক টাকা দুর্নীতির কারনে লুটপাট হয়ে গেছে। ঋণখেলাপিরা জনগণের টাকা পকেটে ঢুকিয়ে সরকারের কাছ থেকে ঋণ মওকুফ করিয়ে নিচ্ছে।’
দুর্নীতির কারণে বাংলাদেশের উন্নয়ন আরও গতিশীল হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, ‘দেশে কৃষকদের ধানের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না, কৃষকেরা ঋণ পাচ্ছে না। অথচ কৃষিতে অবদান না রাখা শিল্পপতিরা ঠিকই কৃষকদের বরাদ্দ ঋণ নিয়ে যাচ্ছে। দুদকের এদিকে কোনো নজর নেই, দুদক ব্যস্ত প্রাইমারি স্কুলে কে ক্লাস নিচ্ছে না, কে ১০ বছর আগে দুর্নীতি করেছিল— এসব নিয়ে। অথচ বাংলাদেশে যদি শিল্পপতিরা দুর্নীতি না করতো তবে প্রবৃদ্ধি ২.৫ শতাংশ আরও বেড়ে যেত।’
ওয়ার্কাস পার্টির অন্যতম সদস্য আবুল হোসেনের সভাপতিত্বে ও মহানগর ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কিশোর রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম