দেশের ভিতরে আরেকটি বাংলাদেশ সৃষ্টি হতে দেব নাঃ পিপিপি
ই-বার্তা ডেস্ক।। পিপিপির সহ-সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, পাকিস্তানের ভিতরে আরেকটি ‘নতুন বাংলাদেশ’ সৃষ্টি করতে দেবে না পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
শনিবার সাঙ্গার ডেলার টান্দো আদম শহরে সিনেটর ইমামুদ্দিন সৌকীনের দেয়া অভ্যর্থনায় বক্তব্য দেয়ার সময় তিনি আরো বলেন, পাকিস্তানের স্বাধীনতার পর ভারতের নেতারা তিন দশক ধরে পাকিস্তানকে আলাদা করার পরিকল্পনা করেছে। যদিও মুসলিমরা মাওলানা আবুল কালাম আজাদকে সম্মান করেন, তবু এসব ষড়যন্ত্রকারীদের মূলে রয়েছেন তিনি। তবে এখন আমরা পাকিস্তানের ভিতরে আরেকটি বাংলাদেশ সৃষ্টি হতে দেবো না।
আসিফ আলী জারদারি বক্তব্য রাখার সময় বলেন, একটি যুদ্ধ বিজয়ের মাধ্যমে ‘তারা’ পাকিস্তান সৃষ্টি করেন নি। পাকিস্তান সৃষ্টি করেছেন ‘আমাদের’ পূর্বপুরুষরা।
তিনি আরো বলেন, পিপিপির নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়েছে। এর মধ্য দিয়ে তারা প্রাদেশিক শায়ত্তশাসনকে সংক্ষিপ্ত করতে চায়। আমাদের সঙ্গে তাদের লড়াই হলো সম্পদের জন্য। পাকিস্তানের সম্পদের জন্য। শুধু সিন্ধুর সম্পদের জন্য নয়।
আসিফ আলী জারদারি আরো বলেন, তিনি জাতীয় নির্বাচন নিয়ে ২০১৮ সালের ২৫ শে জুলাই যে এলার্ম বেলের কথা বলেছিলেন তা এখনও বাজছে। আমি বলেছিলাম এই নাটক হলো ১৮তম সংশোধনীর জন্য। কিন্তু মানুষ তার সেই পূর্বাভাষ মানে নি।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু