দ্য হানড্রেডের ড্রাফটে বাংলাদেশের ১৬ ক্রিকেটার
ই-বার্তা ডেস্ক ।। ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট দ্য হানড্রেডের নারী ও পুরুষ টুর্নামেন্টের ড্রাফটে ৮৯০ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। আছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও নারী ক্রিকেট দলের পেস বোলার জাহানারা আলম। ছবিঃ সংগৃহীত।
।এছাড়া আরও ১৪জন ক্রিকেটার আছেন এই তালিকায়। যেখানে তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাওহীদ হৃদয়রা জায়গা পেয়েছেন। আগামী ২০ মার্চ দ্য হানড্রেড শুরু হবে। ওই আসরে খেলার জন্য ২২ দেশের ক্রিকেটার নিবন্ধন করেছেন। আসরে অংশ নেওয়া ৮টি পুরুষ দলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১০ জন পুরুষ ক্রিকেটার এবং নারী দল ৮ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে।
ড্রাফটে ওয়েস্ট ইন্ডিজের নিকোলস পুরান, সামার জোশেপ, অ্যাঞ্জেল ম্যাথুস, সাকিব আল হাসানরা আছেন। নারী ক্রিকেটারদের মধ্যে জাহানারা, দিয়ান্দ্রো ডটিন, ভারতের জেমিমা রদ্রিগেজ, স্মৃতি মান্দানা, দীপ্তি শর্মা, রিচা ঘোষরা নিবন্ধন করেছেন।
দ্য হানড্রেডের ড্রাফটে বাংলাদেশের যে ১৬ জন: সাকিব, তামিম, হৃদয়, সৌম্য, লিটন, সৌম্য, তাসকিন, জাকের আলী, শরিফুল, তানজিদ তামিম, আফিফ, শামীম, শহিদুল, হাসান মাহমুদ, রনি তালুকদার, জাহানারা আলম।