দ্রাবিড়ের স্বপ্নপূরণ করল বার্সা ও মেসি
ই-বার্তা।। ফুটবলে যেমন খুব কম খেলোয়াড় আছেন যারা নিজেকে লিও মেসির চেয়ে ভালো দাবি করতে পারেন, ঠিক তেমনি ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের বেলায়ও কথাটা একই রকম সত্যি।
ওয়ানডে এবং টেস্ট- উভয় ফরম্যাটেই ১০ হাজারের বেশি রান করেছেন দ্যা ‘ওয়াল’। সর্বকালের সেরাদের একজন বলে বিবেচনা করা হয় ভারতীয় সাবেক এই তারকাকে।
ক্রিকেটের দ্রাবিড়ের পছন্দ ও ভালোবাসার ফুটবলার মেসি। সেই ভালো থেকেই বার্সেলোনা ও মেসিদের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিল ভারতীয় কিংবদন্তি। শনিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে বার্সা। দ্রাবিড়ের চোখের সামনে এদিন গোল করেছেন মেসিও।
ন্যু ক্যাম্পের ম্যাচ শেষে বার্সেলোনার ওয়েবসাইটে একটি সাক্ষাতকার দিয়েছেন দ্রাবিড়। পরে ‘দ্য ওয়াল’কে ‘রাহুল দ্রাবিড়’ লেখা জার্সি উপহার দেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ।
সাক্ষাতকারে দ্রাবিড় বলেছেন, সরাসরি বার্সেলোনার খেলা দেখে তার স্বপ্নপূরণ হয়েছে। সঙ্গে নিজ দেশের ফুটবল লিগের (ইন্ডিয়ান সুপার লিগ) কথা বলতেও ভোলেনি তিনি।
সাক্ষাতকারে মেসিকে ‘খাঁটি প্রতিভা’ উল্লেখ করে বলেছেন, তার (মেসি) চেয়ে ভালো ফুটবলার কখানো দেখেননি।