ধরা পড়ে গেলেন প্রীতি!
ই-বার্তা ।। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় লাভ করে প্লে অফে ওঠার দৌঁড়ে অনেকটাই এগিয়ে গেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
নয় ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচ জিতে প্রীতি জিনতার দল প্লে অফে ওঠার এখন অন্যতম প্রধান দাবিদার।
রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার আগেই দলের মঙ্গল কামনার জন্য চুপিচুপি প্রীতিকে দেখা গেল ইন্দোরের খাজরানা গণেশ মন্দিরে পূজা দিতে। চুপিসারে আরাধ্য দেবতার কাছে গিয়েছিলেন প্রীতি জিনতা। স্কার্ফে মুখ ঢেকে মন্দিরে পূজা দেওয়ার সময়ে প্রীতির সঙ্গে ছিলেন একজন কালো পোশাক পড়া বডিগার্ডও।
তবে ভিড়ে ঠাসা মন্দিরে প্রীতির পরিচয় গোপন থাকেনি। অনেকজনই এই বলিউড সুন্দরীকে দেখে সেলফি, ভিডিও তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে প্রীতি শুরুতেই সাফ বলে দেন, কোনও অবস্থাতেই ভিডিও তোলা যাবে না।
এত নিষেধ সত্ত্বেও বেশ কয়েকজন ছবি তোলেন। প্রীতির মন্দির-দর্শনের ভিডিও অবশ্য সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়। সেই ফুটেজ আবার পুরোহিত অশোক ভাটের ফেসবুক পেজে শেয়ার করা হয়।
এমনিতে চলতি মৌসুমে গেইলের সৌজন্যে প্রীতির দলের পারফরম্যান্স দুরন্ত। প্রত্যেক আসরে কিংস ব্রিগেড খারাপ পারফরম্যান্সের কারণে শিরোনামে আসে। এবার অবশ্য পুরাটাই বিপরীত। তাই এবার প্রীতির অন্তরের কথা ঈশ্বর শোনেন কি না, সেটাই আপাতত দেখার বিষয়।