ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছে কংগ্রেসঃ অমিত শাহ
ই- বার্তা ডেস্ক।। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কংগ্রেসের উদ্দেশ্যে বিজেপি সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছে কংগ্রেস।
তিনি বলেন, বিদেশে অত্যাচারিত হচ্ছেন হিন্দুসহ অন্যান্য ধর্মের মানুষ। ভারতে সংখ্যালঘুরা নিরাপত্তা পেলেও পাকিস্তান ও বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত হয়নি। তাই এই বিল আনতে হয়েছে।
বিরোধীদের প্রতিবাদের জবাব দিতে গিয়ে সোমবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় অমিত শাহ এসব কথা বলেন। সোমবার বিরোধী দলগুলোর তীব্র আপত্তি ও উত্তর-পূর্বা ভারতে ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল উত্থাপনের পক্ষে প্রস্তাব পাস হয়েছে।
বিল উত্থাপনের আগে বিরোধীরা সংবিধানের ৫ ও ১৪ ধারার কথা তোলেন। অমিত শাহ এ নিয়ে সংসদে বলেন, ‘ওই দুই ধারা কোনোভাবেই ভঙ্গ হচ্ছে না। নতুন আইন তৈরিতে কোনো বাধা নেই ওই দুই ধারায়। এর আগেও বাংলাদেশ থেকে আগত হিন্দুদের এ দেশে আশ্রয় দিয়েছেন ইন্দিরা গান্ধী। উগান্ডার মানুষদের আশ্রয় দেয়া হয়েছে।’
বিজেপি প্রধান ও নাগরিকত্ব সংশোধনী বিলের অন্যতম কারিগর অমিত শাহ আরও বলেন, ‘তখন যদি হতো তাহলে এখন কেন নয়। পৃথিবীর অনেক দেশের আইন নিয়ে আলোচনা করা যাতে পারে। সংবিধানের ১৪ ধারায় যেখানে সবার জন্য আইনের সমতার কথা বলা হয়েছে তা লঙ্ঘন হবে না।’
অমিত শাহের ওই বক্তব্যের পর বিলটি লোকসভায় উত্থাপিত হবে কি না তা নিয়ে ভোটাভুটি হয়। লোকসভায় বিলটি উত্থাপন করা হবে কিনা এমন প্রস্তাব করা হলে এর পক্ষে ২৯৬ এবং বিপক্ষে ৮২ জন ভোট দেন। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা ৫৪৩ আসনবিশিষ্ট।
কংগ্রেসের পক্ষে দলটির জ্যেষ্ঠ নেতা ও কেরালার সাংসদ শশী থারুর বলেন, ‘যারা বিশ্বাস করতেন ধর্মই হবে দেশ গঠনের ভিত্তি তারা পাকিস্তান তৈরি করেছেন। এই বিল ধর্মীয় বিভেদই তৈরি করবে। তবে বিরোধীদের প্রবল বিরোধিতা ও হট্টগোলের মধ্যেই লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।’