ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন অ্যাসাঞ্জ
ই-বার্তা ডেস্ক।। উইকিলিকসের সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনিত ধর্ষণ মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। সুইডেনে দায়ের হওয়া ধর্ষণ মামলা থেকে তাকে এ অব্যাহতি দেওয়া হয়।
দেশটির সহকারী প্রধান কৌঁসুলি ইভা ম্যারি পারসন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আপনাদেরকে আমার সিদ্ধান্তের কথা জানাচ্ছি যে প্রাথমিক তদন্ত বন্ধ করা হল’।
জামিন সংক্রান্ত আইন লঙ্ঘন করায় ৫০ সপ্তাহের দণ্ডপ্রাপ্ত জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনের একটি কারাগারে আটক আছেন। ২০১০ সালে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ওই ধর্ষণ মামলা দায়ের করা হয়। দুই মাস আগে জুলিয়ান অ্যাসাঞ্জকে (৪৮) লন্ডনের ইকুয়েডরের দূতাবাস থেকে আটক করে ব্রিটিশ পুলিশ। সেখানে তিনি ২০১২ সাল থেকে রাজনৈতি আশ্রয়ে ছিলেন। তিনি বেশ কয়েকটি দেশের বড় বড় নেতাসহ অনেকের গোপন তথ্য ফাঁস করে দেওয়ায় এই রাজনৈতিক আশ্রয়ে ছিলেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু