ধর্ষন ও যৌন নির্যাতন ঠেকাতে যুদ্ধ ঘোষণা
ই-বার্তা ডেস্ক।। দেশে ক্রমবর্ধন ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করেছে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওন। দেশটিতে নির্যাতনের ঘটনা রুখতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিও। একই সঙ্গে নারী নির্যাতন নিয়ে সমাজের উদাসীন মনোভাব অবসানের ডাক দিয়েছেন তিনি।
সম্প্রতি দেশটিতে পাঁচ বছরের এক মেয়েকে তার চাচার (২৮) ধর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে দেশটির সরকার। এ ঘটনায় শিশুর কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গেছে। এর পরই যৌন নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে জনগণ। জানিয়েছে, আল জাজিরা।
ঘটনার কয়েক মাস পর প্রেসিডেন্ট ঘোষণা দেন, যারা অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে যৌন অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে তাদের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।