নওগাঁয় জেডিসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্র আটক
ই- বার্তা ডেস্ক।। নওগাঁর সাপাহারে জেডিসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছে মনিরুল ইসলাম নামে এক কলেজছাত্র। পরে তাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট উপজেলা ভূমি কমিশনার সোওরাব হোসেন।
শনিবার সকালে সাপাহার সরফতুল্লা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম উপজেলার শুটকি ডাঙ্গা পাতাড়ী গ্রামের দুরুলহোদার ছেলে এবং সাপাহার ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র। মনিরুল ইসলাম জানিয়েছেন, তিনি এইচএসসির ছাত্র। এক শিক্ষকের কথায় তিনি মানিরুলের হয়ে জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
মনিরুল ইসলাম জানিয়েছেন, তিনি এইচএসসির ছাত্র। এক শিক্ষকের কথায় তিনি মানিরুলের হয়ে জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাপাহার থানার ওসি আব্দুল হাই বলেন, রায় ঘোষণার পর ওই শিক্ষার্থীকে জেলহাজতে পাঠানো হয়েছে।