নওয়াজ শরিফকে বিদেশে চিকিৎসার অনুমতি দেবে ইমরান সরকার
ই-বার্তা ডেস্ক।। চিকিত্সার জন্য সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে সরকার, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, চিকিত্সার নামে বিদেশে গিয়ে নওয়াজ শরিফ যেন স্থায়ীভাবে থাকার চিন্তা না করেন। কারণ তিনি দুর্নীতি মামলার আসামি এবং সাজাপ্রাপ্ত। চিকিত্সকরা নওয়াজ শরিফকে বিদেশে নিয়ে আরো পরীক্ষা-নীরিক্ষা করার সুপারিশ করেছেন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের ব্যক্তিগত চিকিত্সক ডা. আদনান খানও গতকাল জানিয়েছেন, নওয়াজ শরিফের অবস্থা সংকটজনক। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন।
এছাড়া লন্ডনের দুইজন চিকিত্সকও নওয়াজকে বিদেশে নেওয়ার সুপারিশ করেছেন বলে তার পরিবার সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, দুর্নীতির দায়ে পাকিস্তানের তিন বারের সাবেক প্রধামন্ত্রী সাজা ভোগ করছেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু