নতুন দল নিয়ে জার্মানিকে রুখে দিয়েছে আর্জেন্টিনা

ই-বার্তা ডেস্ক।।  আর্জেন্টিনা দলের তিন প্রাণভোমরা লিওনেল মেসি, ডি-মারিয়া আগুয়েরোকে ছাড়াই শক্তিশালী জার্মানদের বিপক্ষে ড্র করেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জার্মানির বিপক্ষে পিছিয়ে পরেও ২-২ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা।   

বুধবার দিবাগত রাতে ঘরের মাঠে সিগন্যাল ইদুনা পার্কে শুরুটা শুভ করে জার্মানি। একের পর এক আক্রমণে আর্জেন্টিনাকে চেপে ধরে তারা। সাফল্যও পেয়ে যান স্বাগতিকরা। ম্যাচের ১৫ মিনিটে সফল নিশানাভেদে দলকে লিড এনে দেন সার্জি জিনাব্রি।

এগিয়ে গিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে জার্মানি। ক্ষুরধার আক্রমণ শুরু করে তারা। ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ২২ মিনিটে ঠিকানায় বল পাঠিয়ে স্কোরলাইন ২-০ করেন কাই হাভার্টর্স।

এর পর ছন্দে ফেরার চেষ্টা করে আর্জেন্টিনা। ধীরে ধীরে খোলস ছেড়ে বের হয়ে আসেন তারা। তবে প্রথমার্ধে আর গোল হজম না করে গোলমুখও খুলতে পারেননি অতিথিরা।  

দ্বিতীয়ার্ধে ফিরে ছন্দ ধরে রাখে আর্জেন্টিনা। বিরতির পর তাদের খেলায় আরও গতি আসে। এবার ব্যবধানও কমে।৬৬ মিনিটে দুর্দান্ত হেডে জার্মানদের জালে বল জড়ান তরুণ স্ট্রাইকার লুকাস আলারিও। বাকি সময়ে ছন্দময় ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। ফের গোল পেয়ে যান তারা। ৮৫ মিনিটে দলকে সমতায় ফেরান ওকামপোস। তাতে ২-২ সমতায় খেলা শেষ করেন লিওনেল স্কালোনির শিষ্যরা। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু