নতুন করে ৫ লাখ শ্রমিক নেবে জাপান
ই-বার্তা ডেস্ক ।। জনসংখ্যা হ্রাস ও প্রবীণ লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় শ্রমিক সংকটে ভুগছে জাপান। নার্সিং, জাহাজ নির্মাণ, নির্মাণ ও কৃষিসহ পাঁচটি খাতে সংকটের মাত্রা অনেক বেড়ে গেছে দেশটিতে। তাই ২০২৫ সাল নাগাদ এই খাতগুলোতে নতুন করে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছে জাপান সরকার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ লক্ষ্যে দেশটি বিদেশি শ্রমিক নিয়োগ বিধানে আরোপিত কড়াকড়ি হ্রাস করারও সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ৩০ মে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এ তথ্য জানিয়েছে।যেসব উন্নয়নশীল দেশের সংগে জাপানের প্রযুক্তি ও উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে এবং যাঁরা সেদেশে প্রশিক্ষণের জন্য অবস্থান করছে তাঁদেরকে সেখানে চাকরির জন্য থাকার সুযোগ দিতে চায় সরকার।
জাপানের মন্ত্রিসভার মুখ্য সচিব ইয়োষিতি সুগা নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, বিদেশি শ্রমিকদের আকর্ষণের জন্য সরকার নতুন পদ্ধতির কথা ভাবছে। তবে এর লক্ষ্য অদক্ষ বিদেশি শ্রমিক নয়।বিদেশি শ্রমিক নিয়োগে ২০১৯ সালের এপ্রিল থেকে পরীক্ষা নেওয়া শুরু হবে। এসময় আবেদনকারী শ্রমিকদের পেশাগত ও জাপানি ভাষার ওপর প্রাথমিক দখলের পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবে তাঁদেরকে পাঁচ বছরের জন্য জাপানে কাজের সুযোগ দিবে দেশটির সরকার।উল্লেখ্য, ২০১২ সালে প্রধানমন্ত্রী শিনজো আবে ক্ষমতাগ্রহণের পর থেকে জাপানের অর্থনীতি আরো শক্তিশালী হতে শুরু করে। ২০১১ সালের সুনামির পর এবং ২০২০ সালের টোকিও অলিম্পিককে সামনে রেখে দেশটিতে নির্মাণ খাতে জোয়ার এসেছে।
ই-বার্তা /ডেস্ক