নতুন সরকারকে হাস্যকর বলে মন্তব্য করলেন ফখরুল
ই-বার্তা ডেস্ক।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, নতুন সরকার হাস্যকর ছাড়া কিছুই নয়। তিনি বলেছেন, ‘যে নির্বাচনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, যে নির্বাচনের ফলাফল আমরা প্রত্যাখ্যান করেছি। জনগণ পুরোপুরিভাবে এটাকে বর্জন করেছে বলা যেতে পারে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন,জনগণ এই নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেয়নি। সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কোনো পার্লামেন্ট গঠন বা সরকার গঠন- এটা নিয়ে মন্তব্য করার তো হাস্যকর ছাড়া কিছু না।’
ফখরুল আরও বলেন, ‘আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, পার্লামেন্ট গঠন প্রত্যাখ্যান করেছি, এবং সরকার গঠন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা বিশ্বাস করি, এই সরকারের কোনো অধিকার নেই যে বাংলাদেশের ১৬ কোটি মানুষের ওপর তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করার। জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত করে নাই।ক
বিএনপির পরবর্তী পরিকল্পনা সম্পর্কে ফখরুল বলেন, ‘বিএনপি এখন যা করার তা-ই করবে। জনগণের দল, গণতান্ত্রিক আন্দোলন করবে, গণতান্ত্রিক সংগ্রাম করবে জনগণের সরকারের জন্য।’
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম