নতুন সাবমেরিন নামালো ইরান
ই-বার্তা ডেস্ক।। রোববার (১৭ ফেব্রুয়ারি) ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষমতাসম্পন্ন ‘ফাতেহ’ নামের সাবমেরিন উদ্বোধন করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির নেতৃত্বে উত্তরের বন্দর শহরের ‘আব্বাস বন্দরে’ এর উদ্বোধনী অনুষ্ঠানটি হয়। এসময় রুহানি বলেন, স্থল, আকাশ এবং পানিপথে এখন আত্মনির্ভরশীল ইসলামিক রিপাবলিক অব ইরান।
তিনি বলেন, এসব আত্মরক্ষামূলক শক্তি অন্য কোনো দেশে আক্রমণের জন্য নয়, নিজেদের আত্মরক্ষার জন্যই ব্যবহার করবো।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ‘ফাতেহ’ মাঝামাঝি শক্তিশালী একটি সাবমেরিন। এটি দেশটির কম শক্তিশালী সাবমেরিন ‘ঘাদির’ এবং অধিকতর শক্তিশালী সাবমেরিন ‘কিলো’র মাঝামাঝি অবস্থানে রয়েছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান