নরেন্দ্র মোদিকে ‘বেচেন্দ্র মোদি’ বললেন রাহুল

ই-বার্তা ডেস্ক।।  ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে প্রাইভেট কোম্পানীতে পরিণত করার জন্য সরকারের পদক্ষেপের কঠোর সমালোচনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বেচেন্দ্র মোদি’ উপাধি দিয়েছেন রাহুল।  

হিন্দিতে লেখা টুইটবার্তাটিতে রাহুল গান্ধি লেখেন, ‘#বেচেন্দ্রমোদি দেশের চোখের পলকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে তার স্যুটেড-বুটেড বন্ধুদের কাছে বিক্রি করে দিচ্ছেন। অথচ প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে বছরের পর বছর লেগেছে। মোদির কারণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর লাখ লাখ শ্রমিক-কর্মচারী আজ ঘোর অনিশ্চয়তা ও আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। এই হরিলুটের বিরুদ্ধে আমি আমার শ্রমিক ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ জানাচ্ছি।’

এর আগে হরিয়ানা ও মহারাষ্ট্রে নিজের নির্বাচনী প্রচারণায় গিয়ে মঙ্গলবার রাহুল প্রধানমন্ত্রী মোদিকে ‘দালালদের লাউডস্পিকার’ বলে কটাক্ষ করেন। কংগ্রেস নেতা বলেন, ‘তিনি বিভিন্ন সময় একটা না একটা উদ্ভট সিদ্ধান্তের কথা বাজারে চাউর করে ভারতের জনগণের মনযোগ মূল বিষয় থেকে সরিয়ে নিচ্ছেন। আর সেই সুযোগে আদানি, আম্বানির মত মাল্টিন্যাশনাল দালালরা জণগণের পকেট কেটে চম্পট দিচ্ছে।’

এছাড়া ভারত প্যাট্রোলিয়ামের নাম আলাদাভাবে উল্লেখ করে কংগ্রেস নেতা বলেন, সরকার পোর্ট, কয়লা খনিসহ অন্যান্য পাবলিক ক্ষেত্রগুলো প্রাইভেটাইজেশনের আওতায় নিতে চেষ্টা চালাচ্ছে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু