নাইজেরিয়ায় বোমা বিষ্ফোরণে ৩০ জন নিহত
ই-বার্তা ডেস্ক।। সোমবার নাইজেরিয়ার গ্যামবরু ও ক্যামেরুন সীমান্তের শহর ফটোকলকে যুক্ত করা সেতুর পাশের লোকারণ্য বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জার্মান সম্প্রচার মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, এতে কমপক্ষে ৩০ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার বিকাল ৫টায় দুই দেশের সীমান্ত সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেতুটিসহ গোটা বাজার কেঁপে ওঠে। এ সময় অনেকের শরীরের ছিন্ন-ভিন্ন অংশ দেখতে পাই। আমার বন্ধুদের মরতে দেখি। এ ঘটনায় ৩৫ জনের বেশি আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
ক্যামেরুনের গভর্নর রয়টার্সকে জানিয়েছেন, ‘এক যুবক লোহার বল মনে করে বিস্ফোরক হাতে তুলে নেয়। তারপরই বিস্ফোরণটি ঘটে’। জঙ্গিরা শক্তিশালী বোমাটি সবার অলক্ষ্যে ওই বাজারে ঠাসা ভিড়ের মধ্যে রেখে যায় বলে ধারণা করছেন তিনি।
তবে নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু