নাটোরে প্রশ্নফাঁস চক্রের এক সদস্য আটক
ই- বার্তা ডেস্ক।। আজ সোমবার সকালে নাটোরের গুরুদাসপুর থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড ও বেশ কয়েকটি প্রশ্নপত্রের মোবাইল স্ক্রিনশট উদ্ধার করা হয়েছে।
উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রিপন আলী (২৩) ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
এই বিষয়ে র্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিপন আলীর বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি টিম। এ সময় রিপন আলীর ঘর তল্লাশি করে তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ৫টি সিমকার্ড জব্দ করে। পরে মোবাইল ফোন থেকে বেশ কয়েকটি প্রশ্নপত্রের স্ক্রিনশট জব্দ করা হয়।আটক রিপন আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম