নাবালিকা মেয়েকে বিয়ে না দেয়ায় পরিবারের ৫ জনকে হত্যা

ই-বার্তা ।।বিবাহিত পুরুষের সঙ্গে নাবালিকা মেয়েকে বিয়ে দিতে আপত্তি করার একই পরিবারের ৫জন কে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের ঝারখণ্ডের পশ্চিম সিংভূম জেলায় ৷

ভারতের সংবাদ মাধ্যম নিউজ ১৮ এর খবরে বলা হয়েছে, সিংভূম জেলার তুলাসাই গ্রামের বাসিন্দা রাম সিং সিরকার নাবালিকা মেয়ে রম্ভাকা বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছিল স্থানীয় এক যুবক৷ কিন্তু বিবাহিত পুরুষের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হননি রাম সিং৷ এতেই রেগে যায় ওই যুবক৷ গত ১৪ মার্চ রাম সিং-সহ তাঁর স্ত্রী পানু কুই, মেয়ে রম্ভা (১৭), ছেলে কান্দে (১২) এবং সন্যা (৮)-কে খুন করে দুষ্কৃতিরা ৷ দেহ ফেলে যায় গ্রাম থেকে ৩ কিলোমিটার দূরের এক জঙ্গলে৷ মৃতদেহগুলি পচে দুর্গন্ধ ছড়াতেই বিষয়টি নজরে আসে স্থানীয়দের৷ খবর যায় পুলিশের কাছে৷ ২৭ তারিখ রাম সিংহের পচা গলা দেহ উদ্ধার হয়৷ অন্য একটি জঙ্গল থেকে উদ্ধার হয় বাকিদের লাশ।

এই ঘটনায় নয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্থানীয় গুয়া থানার পুলিশ৷ এদের মধ্যে চার জন ওই অঞ্চলের প্রভাবশালী পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ৷ এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকিরা অন্য রাজ্যে পালিয়ে গিয়েছে বলে ধারণা পুলিশের৷

ই-বার্তা/এস