নাশকতা মামলায় বিএনপির ৬৩ নেতাকর্মী কারাগারে
ই-বার্তা ডেস্কঃ নির্বাচনী সহিংসতা ও নাশকতার মামলায় সিলেটে বিএনপি ও সহযোগী সংগঠনের ৬৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (৩ মার্চ) সিলেটের বালাগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা বেগমের আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
মামলার আসামিরা হলেন- বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি সুরুজ আলী মেম্বার। সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফুর রহমান, ইউপি সদস্য রিয়াদ আলী, শেখ বকুল ও জুনুর মিয়াসহ ৬৩ জন নেতা-কর্মী।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বালাগঞ্জ উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়।
ওই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন তারা। এদিন উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তারা জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ই-বার্তা// আরাফাত ইসলাম শুভ