নাসিরকে ছাড়াই সিলেটে সিলেট সিক্সার্স
ই-বার্তা ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ২য় পর্বে অংশ নিতে ইতিমদ্ধেই সিলেটে পা রেখেছে প্রায় সব দল। ঘরের মাঠ হওয়ায় সেখানে সবচেয়ে বেশী ম্যাচ খেলবে সিলেট সিক্সার্স। কিন্তু গতবারের অধিনায়ক নাসির হোসেনকে ছাড়াই সিলেটে রওনা হয়েছে দলটি।
নাসিরের দলে না থাকা প্রসংগে শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদনে সিক্সার্সের মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম জানান, ‘আপনারা জানেন নাসির কদিন আগে চোট থেকে ফিরেছে। মানিয়ে নিতে তার সময় লাগা খুব স্বাভাবিক। এখন সে যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তাকে একাদশে অন্তর্ভুক্ত করা কঠিন হয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্টের। আর একাদশে না থাকলে সাইডবেঞ্চে থাকতে হবে।’
নাসিরের মত ক্রিকেটার একাদশের বদলে সাইডবেঞ্চে থাকলে সেটি দলের জন্য ‘অস্বস্তিকর’ উল্লেখ করে মিডিয়া ম্যানেজারের বলেন, ‘এই মানের একজন খেলোয়াড় সাইডবেঞ্চে বসে থাকাটা তার জন্য যেমন অস্বস্তির, দলের জন্যও। আমরা একটু সময় দিচ্ছি। সে যেন নিজেকে সময় দেয়। আবার আমরা যখন ঢাকায় ফিরব সে দলে যোগ দেবে।’
সিলেট না যাওয়ার ব্যাপারে নাসিরেরও আপ্তত্তি নেই বলে তিনি উল্লেখ্য করেন। তিনি বলেন ‘সে কোনো আপত্তি করেনি। সে নিজেও বুঝেছে একটা বিরতি দরকার। আর আপত্তি তখনই জানানো যায় যখন আপনি শক্ত অবস্থানে থাকবেন।
আগামীকাল বিকেল ৫টা ২০ মিনিটে দিনের ২য় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট সিক্সার্স।
ই-বার্তা / মাহারুশ হাসান