নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন ইমরান খান
ই-বার্তা ডেস্ক।। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে টেলিফোনের মাধ্যমে পাকিস্তান সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান ইমরান।
ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলার পর জাসিন্ডার আরডার্নের গৃহীত পদক্ষেপের প্রাশংসা করে ইমরান খান বলেন, জাসিন্ডা সময় উপযোগী প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘হামলার পর মুসলিমদের প্রতি সংহতি জানানোর কারণে সারাবিশ্বের মানুষের মনে আপনার জন্য বিশেষ স্থান তৈরি হয়েছে। আপনাকে মুসলিম বিশ্ব কখনও ভুলবে না।’
প্রসঙ্গত, ১৫মার্চ শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে মুসল্লিদের ওপর এলোপাথারি গুলি চালান ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলীয় বর্ণবাদী সন্ত্রাসী। এতে ৫০ জনের মৃত্যু হয়।
হামলাকারী ব্রেন্টন স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে হামলা চালায়। এ ধরনের অস্ত্র সবার কাছে বিক্রি না করাসহ নতুন অস্ত্র আইন করেছে তার সরকার। এছাড়াও মুসলিম বিশ্বের প্রতি তার আন্তরিকতা সারা বিশ্বের নজর কেড়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু