নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হলেন উইলিয়ামসন
ই-বার্তা ডেস্ক।। বর্তমানে নিউজিল্যান্ডের সেরা এবং বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম হলেন কেন উইলিয়ামসন। সেই সেরার স্বীকৃতি স্বরুপ নিউজিল্যান্ডের তিন ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার ও ‘রিচার্ড হ্যাডলি’ মেডেল- ২০১৮ জিতে নিয়েছেন কিউই অধিনায়ক।
২০১৮ সালের বর্ষসেরা পুরস্কারের বিভিন্ন বিভাগে পুরষ্কার জিতে নিয়েছেন রস টেলর, ট্রেন্ট বোল্ট এবং কলিন মুনরো। বৃহস্পতিবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড অকল্যান্ডে বর্ষসেরা ক্রিকেটার-২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই তালিকা ঘোষণা করা হয়।
অনুষ্ঠান শুরুর আগে গত ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। নিউজিল্যান্ডের তিন ফরম্যাটের বর্ষসেরা ক্রিকেটার ও ‘রিচার্ড হ্যাডলি’ মেডেল জিতে নেন অধিনায়ক উইলিয়ামসন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ম্যাচে গড়ে ৮৯ ও মোট ৮০১ রান করায় এই খেতাব জিতেছেন উইলিয়ামসন। এছাড়াও ওয়ানডে ক্রিকেটে গত বছর ম্যাচ প্রতি গড়ে ৮৪ রান ও মোট ৭৫৯ রান করে রস টেলর জিতেছেন সেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব। বল হাতে ম্যাচ প্রতি গড়ে ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৩৫ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের সেরার পুরষ্কার জিতে নিয়েছেন বোল্ট।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু