নিউজিল্যান্ডের হারে পাকিস্তানের স্বপ্ন ভঙ্গ
ই-বার্তা ডেস্ক।। পাকিস্তানের সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেঙে দিল ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে নিউজিল্যান্ডের ১১৯ রানের পরাজয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকিস্তানের। তাদের সেমিতে খেলার স্বপ্ন শেষ।
পাকিস্তান এখন যে কঠিন সমীকরণে পড়েছে তাতে সরফরাজ আহমেদদের পক্ষে আদৌ সেমিফাইনালে খেলা সম্ভব নয়।
অস্ট্রেলিয়া ও ভারতের পর সেমিফাইনালের তালিকায় নাম লেখাল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৯ রানের বিশাল ব্যবধানে জয়ে ইংলিশরা তাদের সেমিফাইনাল নিশ্চিত করেছে।
বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হারের পরও নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ১১। এছাড়া টানা তিনটি হারেও তাদের রানরেটও ভালো।
অন্যদিকে পাকিস্তানের পয়েন্ট এখন ৯। যদি বাংলাদেশের সঙ্গে নিজেদের শেষ খেলায় পাকিস্তান জিতে যায় তবে তাদের পয়েন্ট নিউজিল্যান্ডের সমান হবে। সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের রানরেটের হিসাব হবে। আর ওই সমীকরণে মিরাকল কিছু না ঘটলে নিউজিল্যান্ডই বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে।
পাকিস্তান যদি আগে ব্যাট করে তবে তাদের প্রথমে ৪০০ রান করতে হবে। আর বাংলাদেশকে ৮৪ রানে বেঁধে ফেলতে হবে। এছাড়া পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে ৩৫০ রান করে তবে বাংলাদেশকে মাত্র ৩৮ রানে অলআউট অথবা আটকে রাখতে হবে। তাহলে নিউজিল্যান্ডকে ডিঙিয়ে পাকিস্তানই সেমিফাইনাল খেলবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু