নিউজিল্যান্ড থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ পরীক্ষা

ই-বার্তা ডেস্ক।।  কাল ভোর ৭টায় ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে নেপিয়ারে মাঠে নামবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টাইগারদের নিউজিল্যান্ড মিশন।  তবে এই সিরিজের আড়ালে লুকিয়ে আছে মাশরাফি বিন মুর্তজার দলের বিশ্বকাপ পরীক্ষা।

আর তিন মাস পরেই ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর।  সেখানে কেমন হবে বাংলাদেশ দল! কারা শেষ পর্যন্ত জায়গা করে নিবে বিশ্বকাপ দলে? এই সফরেই ওয়ানডে দলে সুযোগ পাওয়া প্রতিটি সদস্যের জন্যই অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।  এখানে টিকে গেলেই অনেকটাই নিশ্চিত হবে বিশ্বকাপে খেলার আশা।  প্রধান কোচ স্টিভ রোডসও দেশ ছাড়ার আগে বলে গেছেন কিউইদের বিপক্ষেই পরিমাপ করা যাবে যে বাংলাদেশ কতটা প্রস্তুত। 

নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত দলের সব ক্রিকেটারই ভীষণ ব্যস্ত ছিলেন ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টি-টোয়েন্টি আসর নিয়ে।  তাই গ্রুপ পর্ব শেষ হতেই ওয়ানডে দলে থাকা ৮ জন ক্রিকেটারকে নিয়ে প্রধান কোচ ও নয়া ম্যানেজার খালেদ মাসুদ পাইলট পাড়ি জমান নিউজিল্যান্ডে। এরপর আরো চার ক্রিকেটার যোগ দেন।  আর ফাইনাল শেষ হতেই অধিনায়ক মাশরাফি আরো তিন ক্রিকেটারকে নিয়ে গতকালই পৌঁছেন নেপিয়ারে।

তবে ইনজুরির কারণে যেতে পারেননি সাকিব আল হাসান।  বিশ্বসেরা অল রাউন্ডার ও দলের সেরা ক্রিকেটারকে ছাড়া মিশন কঠিন হবে বলেই জানিয়েছে অধিনায়ক মাশরাফি।  প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও বললেন একই কথা।  তিনি বলেন, ‘একে তো নিউজিল্যান্ড সফর আমাদের জন্য সব সময় কঠিন থাকে।  তার ওপর দলের সেরা একজন সাকিব নেই।  সবারই জানা তার মতো অলরাউন্ডার না থাকা মানে দলে দু’জন ক্রিকেটারের অভাব।  এই অভাব পূরণ করা সম্ভব নয়।  তবে আমরা আগেও সাকিবকে পাইনি অনেক সফরে।  তাকে ছাড়া আশা করি কঠিন হলেও আমাদের দল লড়াই করতে সক্ষম।’

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ দল এখন পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচেই জিততে পারেনি।  এখনকার বৈরী কন্ডিশন আর তীব্র বাতাসও বড় প্রতিপক্ষ টাইগারদের জন্য।  সর্বশেষ একটা প্রশ্ন থেকেই যায় নেপিয়ারের ম্যাকলিন পার্কে সাকিব ছাড়া কেমন হবে বাংলাদেশ একাদশ?

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু