নিজেদের ওপর আস্থা রাখার কারণে এ জয় এসেছে: সাকিব

ই-বার্তা।। যুক্তরাষ্ট্রে শুভসূচনা হল বাংলাদেশের। প্রথমবারের মতো টাইগাররা খেলতে নেমেছিল মার্কিন মুলুকের ফ্লোরিডার লডারহিলে। প্রথম দর্শনেই বাজিমাত। ওয়েস্ট ইন্ডিজকে ১২ রানে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা টেনেছেন তারা।

 

সফরকারী দলের অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, নিজেদের ওপর আস্থা রাখার কারণে এ জয় এসেছে। ম্যাচের পরতে পরতে ছড়িয়ে থাকল রোমাঞ্চ। একবার বাংলাদেশের দিকে তো আরেকবার হেলেছে ওয়েস্ট ইন্ডিজের দিকে। তবে শেষ হাসি হেসেছে লাল-সবুজ জার্সিধারীরা। টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৫৯ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।

 

জমজমাট এ লড়াই শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, নিজেদের প্রতি বিশ্বাস রাখার ফলে এ জয় এসেছে। সেন্ট কিটসে হারের পরও আমরা ইতিবাচক ছিলাম। জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। সবাই বলেছে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারব। এ মনোবলটাই মূলত আমাদের মোমেন্টাম নির্ধারণ করে দিয়েছে। ফলে কাঙ্ক্ষিত জয় এসেছে। ব্যাট হাতে আবারও লাইমলাইটে তামিম। খেলেছেন ৭৪ রানের দুর্দান্ত ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাকিব নিজে। খেলেছেন ৬০ রানের দুরন্ত ইনিংস।

 

মূলত এ ২ ইনিংসেই লড়াকু সংগ্রহ পেয়েছিল বাংলাদেশে। বাকি কাজটা সেরেছেন বোলাররা।তবে অধিনায়ক প্রশংসা বৃষ্টিতে ভেজালেন বোলারদের, আবু হায়দার ও বাকি বোলাররা দুর্দান্ত বল করেছে। ফিজ কিছুটা রান বেশি দিয়েছে। তবে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছে। স্পিনটা দারুণ করেছে নাজমুল। সার্বিকভাবে দলীয় প্রচেষ্টার ফল এ দারুণ জয়।

 

 

ই-বার্তা/স্পোর্টস ডেস্ক