‘নিরাপদ অঞ্চল’ ছেড়ে না গেলে কুর্দিদের মাথা গুড়িয়ে দেওয়া হবেঃ এরদোগান
ই-বার্তা ডেস্ক।। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উত্তর সিরিয়ার তুর্কি ঘোষিত ‘নিরাপদ অঞ্চল’ থেকে কুর্দিদের দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ দিয়েছেন। যদি তারা সেটা না করে তাহলে কুর্দিদের মাথা গুড়িয়ে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার তুরস্কের মধ্যাঞ্চলীয় প্রদেশ কায়সারিতে এক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন এরদোয়ান।
এরদোয়ান বলেন, ‘অস্ত্র বিরতি চুক্তি অনুযায়ী আগামী মঙ্গলবার সন্ধ্যার মধ্যে কুর্দিরা সরে না গেলে, আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করবো এবং জঙ্গিদের মাথা গুড়িয়ে দেবো।’
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে বৈঠকের পর এরদোয়ান কুর্দিদের সঙ্গে ৫ দিনের অস্ত্র বিরতিতে রাজি হয়। কিন্তু শনিবার উভয় পক্ষই অস্ত্র-বিরতি চুক্তি লঙ্ঘনের ব্যাপারে পরস্পরকে দোষারোপ করে।
আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবে এরদোগান। এ ব্যাপারে তিনি বলেন, বৈঠকে সমস্যার সমাধান না আসলে, তুরস্ক নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু