নির্দোষ জাহালমের দায়ভার দুদককেই নিতে হবেঃ হাইকোর্ট
ই- বার্তা ডেস্ক।। সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় বিনা দোষে জাহালমের কারাভোগ করার দায় দুদককেই নিতেই হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ভুক্তভোগী জাহালমের পক্ষে ছিলেন আইনজীবী অমিত দাসগুপ্ত। দুদকের আইনজীবীর উদ্দেশ্য আদালত বলেন, দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। সুপারিশের মধ্যে না থেকে দুদককে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
দুদকের আইনজীবী জানান, টাঙ্গাইলের নাগরপুর ডুমুরিয়ার জাহালমকে দুদকের মামলায় ভুল আসামি করে অভিযোগপত্র দাখিলের যাবতীয় নথিপত্র তলব করেছেন হাইকোর্ট। ১০ এপ্রিল দুদককে এসব নথি দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।
ভুল আসামি হয়ে ২৬ মামলায় প্রায় তিন বছর কারাগারে থাকা পাটকল শ্রমিক নিরীহ জাহালমকে সব মামলা থেকে অব্যাহতি দিয়ে ৩ ফেব্রুয়ারি মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। এরপর গত ৩ ফেব্রুয়ারি রাতে মুক্তি পেয়ে নিজ গ্রামে ফেরেন জাহালম।
ই- বার্তা / আরমান হোসেন পার্থ