নির্বাচন করতে পারবে না খালেদা জিয়াঃ অ্যাটর্নি জেনারেল
ই-বার্তা ডেস্ক ।। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবেন না। খালেদা জিয়ার আপিলের রায়ে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বৃদ্ধির পর আজ সকালে সাংবাদিকদের এ কথা জানান অ্যাটর্নি জেনারেল।
অ্যাটর্নি জেনারেল বলেন, কোন দণ্ডপ্রাপ্ত আসামির নির্বাচনে অংশ নেয়ার বিধান নেই দেশের প্রচলিত আইনে।দুর্নীতি দমন কমিশন দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের রমনা থানায় মামলা করে।
বিশেষ জজ আদালত গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেন এই একই অপরাধে।হাইকোর্টে দুদক সাজা বৃদ্ধির আবেদন করেন খালেদা জিয়ার । খালেদা জিয়া, তারেক রহমানের আইনজীবীরা সাজা মওকুফের আবেদন করেন। হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ২৬ দিনের শুনানি শেষে আজ এই রায় দেন ।
ই-বার্তা / ডেস্ক