নিষেধাজ্ঞা লংঘন করেছে উত্তর কোরিয়া
ই-বার্তা ডেস্ক।। তেলের অবৈধ চালান, নিষিদ্ধ কয়লা বিক্রিসহ অস্ত্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে উত্তর কোরিয়া বলে মনে করছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল।
তারা বলছে, নিজেদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। সেইসঙ্গে সম্ভাব্য ‘ডিক্যাপটেশন’ স্ট্রাইক থেকে নিজেদের রক্ষা করতে বিমানবন্দর ব্যবহারসহ অন্যান্য সুবিধা নিচ্ছে পিয়ংইয়ং।
নিরাপত্তা পরিষদে পাঠানো তাদের এই প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম অব্যাহত রেখেছে।
প্রতিবেদনটি বলছে, উত্তর কোরিয়া ডিক্যাপটেশন স্ট্রাইক প্রতিরোধের লক্ষ্যে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সভা এবং পরীক্ষা চালাতে দেশটির বিমানবন্দর ব্যবহারসহ বেশকিছু সামরিক সুবিধা ব্যবহার করছে।
ই-বার্তা/ মাহারুশ হাসান