নুসরাত ফারিয়ার ‘পটাকা’ গানে ৬৭ হাজারের বেশি দর্শক ‘ডিজলাইক’
ই-বার্তা ডেস্ক ।। চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রথমবারের মতো ‘পটাকা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। রাকিব হাসান রাহুলের লেখা এ গানটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন কলকাতার বাবা যাদব।
নির্মিত মিউজিক ভিডিওতে মডেলও হয়েছেন নুসরাত ফারিয়া। বহুল প্রতিক্ষীত এ মিউজিক ভিডিওটি গত ২৬ এপ্রিল সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর এখন পর্যন্ত গানটি ১০ লাখের বেশিবার দেখা হয়েছে।
তবে গানটি প্রকাশের পর প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে। অধিকাংশ দর্শক-শ্রোতাই সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক দৃষ্টিতে গানটির সমালোচনা করছেন।
ইউটিউবে দর্শকের পছন্দ-অপছন্দের মতামত পাওয়া যায় ‘লাইক’ ও ‘ডিজলাইক’ বাটনে ক্লিক দেখে। সেই দিক থেকেও খুব একটা সুবিধা করতে পারেনি ফারিয়ার ‘পটাকা’। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গানটি দেখে এগারো হাজারের বেশি দর্শক ‘লাইক’ করেছেন আর বিপরীতে ৬৭ হাজারের বেশি দর্শক ‘ডিজলাইক’ করেছেন।
গানটি প্রকাশের আগে ফারিয়া বলেছিলেন, ‘জীবনে যেসব বাধা পেরিয়ে আজকের অবস্থানে এসেছি, গানটিতে তাই বলার চেষ্টা করেছি। পটাকার মানে এর মধ্যে আগুন আছে। কখন বিস্ফোরিত হবে কেউ তা জানে না। আমার মনে হয়, প্রত্যেক মেয়ের মধ্যে এমন কিছু বিষয় আছে। এই গান থেকে উপার্জিত অর্থের একটা বড় অংশ মেয়েদের স্কুলে দেব।’
গত জানুয়ারিতে ফারিয়া অভিনীত সর্বশেষ ‘ইন্সপেক্টর নটি কে’ সিনেমাটি মুক্তি পায়। এতে কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করেন এই নায়িকা।
ই-বার্তা/desk