নেইমারকে রিয়াল মাদ্রিদে যাবার পরামর্শ
ই-বার্তা ডেস্ক ।। গত বছরই নেইমার দলবদলের বাজারে রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান। কিন্তু বছর না জেতেই এবার নেইমারকে দলে নিতে উঠেপড়ে লেগেছে বিশ্বের নামীদামী ক্লাবগুলো। যার মধ্যে অন্যতম স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর পছন্দের খেলোয়াড়কে কিনতে রিয়াল যে কি করতে পারে তা ফুটবল বিশ্বে সবারই জানা। তবে তার আগে বড় প্রশ্ন হচ্ছে নেইমার কি রিয়ালে যাবেন?
নেইমার যান বা না যান, সেটা পরের বিষয়, আর এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। তবে এরই মধ্যে অনেক ব্রাজিলিয়ান গ্রেট নেইমারকে রিয়ালে নাম লেখানোর পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবার সেই তালিকায় যোগ হলেন রিভালদো। তার মতে, পিএসজি’তে থেকে বিশ্বসেরা হতে পারবেন না নেইমার, যেতে হবে রিয়ালে।
ব্রাজিলের হয়ে সর্বশেষ ও পঞ্চম বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিভালদো বলেছেন, ‘নেইমারের মধ্যে বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার সব গুণ আছে, আর যেটা তার পক্ষ সম্ভব। কিন্তু সেটা পিএসজি’তে থাকা অবস্থায় কখনই সম্ভব নয়। ফ্রান্সের চেয়ে ইংল্যান্ড, স্পেন, ইতালি ও জার্মানিতে ফুটবলের ধরন ও প্রতিযোগিতা ভিন্নরকম।’
রিভালদো আরও বলেন, ‘বিশ্বসেরা হতে হলে রিয়ালই নেইমারের উপযুক্ত স্থান। নেইমার বার্সেলোনায় ফিরতে পারবে না। আমার জানা মতে-শেষ দিকে সেখানে সে খুব কঠিন পরিস্থিতিতে পড়েছিল। আমি মনে করি রিয়াল মাদ্রিদে যাওয়টাই তার জন্য ভালো হবে। সেখান থেকেই সে বিশ্বের সেরা খেলোয়াড়ে পরিণত হতে পারবে।’
ই-বার্তা/ডেস্ক