নেতাকর্মীদের গ্রেফতার করলেই থানা ঘেরাওঃ আমীর খসরু

ই-বার্তা।। নেতাকর্মীদের গ্রেফতার করে থানায় নেওয়া হলে সেই থানা ঘেরাও করতে বিএনপি কর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এটা নতুন কিছু নয়। গ্রেফতারের প্রতিবাদে সিলেটে দু’বার থানা ঘেরাও হয়েছে। আরও থানা ঘেরাও হবে। প্রতিটি এলাকায় থানা ঘেরাও করতে হবে।

 

আমীর খসরু বলেন, ‘এ সিটি নির্বাচনের নাম দিয়েছি নির্বাচনী প্রকল্প। তাদের (সরকারের) নির্বাচনী প্রকল্প হচ্ছে, জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল। সে প্রকল্পে তারা একটা নীল-নকশা করেছে। এটা হচ্ছে গ্রেফতার, এজেন্টদের তাড়িয়ে দেওয়া, আওয়ামী লীগের কাছে ব্যালট বিতরণ ইত্যাদি।

 

যারা অন্যায়ভাবে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় প্রেস ক্লাবে সোমবার নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

তিন সিটি নির্বাচনে গ্রেফতার আতঙ্ক, সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশী শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি একেএম মোয়াজ্জেম হোসেন। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ বক্তব্য দেন।

 

 

ই-বার্তা/ডেস্ক রিপোর্ট