নেদারল্যান্ডসের বিপক্ষে নাটকীয় জয় পেল জার্মানি
ই-বার্তা ডেস্ক।। ইউরোপের আক্রমনাত্মক ফুটবলের মাঝে জার্মানি আর নেদারল্যান্ডেসের প্রতিটা ম্যাচ যেন সেই আক্রমণের ধার বাড়িয়ে দ্বিগুণ রোমাঞ্চ ছড়ায়। সেই রোমাঞ্চকর ম্যাচে রবিবার রাতে ৩-২ গোলের নাটকীয় জয়ে গত অক্টোবরে আমস্টারডামে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারের প্রতিশোধ নিয়েছে জার্মানরা।
রবিবার রাতে ইউরো-২০২০ এর বাছাইপর্বে ‘সি’ গ্রুপের বড় ম্যাচে আবার ডাচদের মুখোমুখি হয়েছিল জার্মানরা। সাম্প্রতিক সময়ে নিজেদের সেরা ফর্মে নেই জার্মানি। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় সবাই নেদারল্যান্ডসের পক্ষেই ফেভারিটের বাজি রেখেছিল। ম্যাচের শুরু থেকেই ডাচদের চেপে ধরে ১৫ মিনিটে এগিয়ে যায় জার্মানরা। স্বাগতিকদের ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে বল জালে পাঠান ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড লেরয় সানে। ম্যাচের ৩৪ মিনিটে দুর্দান্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সের্গে জিনাব্রি। প্রথমার্ধেই দুই গোল করে স্বাগতিকদের স্তব্ধ করে দেয় জার্মানি।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে আসে ডাচরা। ৪৮ মিনিটে ডি লিট হেডে গোল করে ব্যবধান ২-১ করেন। ১৫ মিনিট পর ম্যাচে সমতা আনেন মেমফিস ডিপে। ডি-বক্সে জার্মানির রক্ষণভাগের খেলোয়াড়রা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ২-২ করেন ডিপে। দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই ৯০ মিনিটে ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো শুলজ প্লেসিং শটে গোল করে ৩-২ ব্যবধানে জার্মানদের রোমাঞ্চকর জয় এনে দেন।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু