নেপালে বাস দুর্ঘটনায় ৭ শিশুসহ ১৭ জন নিহত
ই-বার্তা ডেস্ক।। রবিবার নেপালে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত আরো ৫০ জন। নিহতদের মধ্যে ৭জনই শিশু।
নিউ স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন্ধুপালচক জেলার একটি সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি ছিটকে ৫০ মিটার নিচের সানকুসি নদীতে পড়ে যায়।
জেলা কর্মকর্তা গোমা দেবি চেমজং জানান, বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু ও ৫০ জন আহত হয়েছে। আহতের মধ্যে বাস চালকও রয়েছেন বলে খবরে বলা হয়েছে।
এছাড়া দুর্ঘটনার কবলে পড়া বাসটির আরো কয়েকজন যাত্রী নদীতে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
গোমা দেবি চেমজং আরো বলেন, কতজন নিখোঁজ রয়েছে তা এখনও নিশ্চিত নয় কেননা বাসটিতে কতজন যাত্রী ছিল তার কোনো রেকর্ড নেই।
এদিকে দুর্ঘটনার বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ। তদন্ত করে দুর্ঘটনার কারণ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু