পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট
ই-বার্তা ডেস্ক।। পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ আসর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯। নভেম্বরে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ এই আসর।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই উৎসব আয়োজন করা হয়েছে। ফোকফেস্টের উদ্বোধন হবে ১৪ই নভেম্বর, চলবে ১৬ই নভেম্বর পর্যন্ত। প্রতিবারের মতো এবাও অনলাইনে নিবন্ধনের মাধ্যমে দর্শক ফোকফেস্টে অংশ নিতে পারবেন। নভেম্বরের ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে। জ সকালে ফোকফেস্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এবার ৬টি দেশ থেকে ২০০ জনেরও বেশি লোকশিল্পী ও কলাকুশলী ফোকফেস্টে অংশ নেবেন। ২০১৫ সালের ১৪ নভেম্বর প্রথমবারের মত ৫ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন হতে যাচ্ছে এর পঞ্চম আসর।