পদ্মা সেতুর চুরি হওয়া নির্মাণ সামগ্রী উদ্ধার, আটক ৭
ই-বার্তা ডেস্ক।। পদ্মা সেতু প্রকল্প থেকে চুরি হয়ে যাওয়া ২৫ টন রড ও ৫শ’ লিটার তেল উদ্ধার করেছে র্যাব। বুধবার রাতে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় প্রকল্প সংলগ্ন এলাকা থেকে চুরি হয়ে যাওয়া জিনিস উদ্ধার করা হয়।
র্যাব-১১ মুন্সীগঞ্জের ভাগ্যকুল ক্যাম্পের কমান্ডার এসপি এনায়েদ হোসেন মান্নান জানান, দীর্ঘদিন ধরেই মাওয়া এলাকা থেকে পদ্মা সেতুর পাইলিং কাজে ব্যবহৃত রড, অ্যাঙ্গেল ও নির্মাণ কাজে ব্যবহৃত নৌযানের তেল চুরি হচ্ছিল। গত ৩ মার্চ প্রকল্পে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা এই চুরির বিষয়ে অভিযোগ করলে বিষয়টি নিয়ে তৎপর হয় র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত লৌহজংয়ের মাওয়ায় প্রকল্প সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় চুরি হওয়া ২৫ টন রড ও অ্যাঙ্গেল এবং ৫শ’ লিটার তেল উদ্ধার করা হয়। অভিযানের সময় চুরির কাজে ব্যবহৃ দুটি স্পিডবোটসহ সাতজনকে আটক করা হয়।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু