পরিচ্ছন্নতাকর্মীদের পা ধুয়ে দিলেন মোদি
ই-বার্তা ডেস্ক।। শহরের ময়লা-আবর্জনা পরিস্কার করা যাদের কাজ, তাদের পা ধুয়ে দিয়ে সম্মান জানালেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি যে নজির গড়লেন পৃথিবীর আর কোনো শাসক তা করেছেন কিনা তা রীতিমতো গবেষণার বিষয়।
রোববার কুম্ভমেলায় গিয়ে পাঁচজন পরিচ্ছন্নতাকর্মীর পা ধুয়ে দেন মোদি।শুধু পা ধুয়ে দেন নি, তাদের পা নতুন তোলায়ে দিয়ে মুছেও দিয়েছেন। একজন সরকার প্রধানের এমন কাজে অবাক পরিচ্ছন্নকর্মীরা। পদ্মা, যমুনা, সরস্বতী, নদীর সংযোগস্থলে প্রতিবার বসে কুম্ভমেলা। মেলায় প্রতিবার গোসল করতে অনেক পুণ্যার্থীর সমাগম হয়। এত মানুষের ভীরে ঘাট পরিস্কার রাখাটাই চ্যালেঞ্জ। যারা এই কাজটি করেন তাদের প্রতি সম্মান জানালেন ভারতের প্রধানমন্ত্রী।
এদিন পরিচ্ছন্নতাকর্মীরা চেয়ারে বসেছিলেন আর নিচে একটি মোড়ায় বসে পাত্রে পানি নিয়ে প্রধানমন্ত্রী নিজেই পরিচ্ছন্নকর্মীদের পায়ে সাবান মাখিয়ে দেন। পরে পরম মমতা নিয়ে পা ধুইয়ে দেন।সেই পা মুছে দেন নতুন তোয়ালে দিয়ে।
পা ধুয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে ২০ হাজারের বেশি ডাস্টবিন, ১ লাখ টয়লেট রয়েছে। ভাবা যায়, কতটা কঠোর পরিশ্রম করেছেন পরিচ্ছন্নকর্মীরা। এরা রোজ ভোরে ঘুম থেকে উঠেন, দেরি করে ঘুমোতে যান। রোজ সকাল ও রাতে তারা সড়কে থাকেন।জীবনের ঝুঁকি নিয়ে শহর পরিচ্ছন্ন রাখেন। এরা কোনো প্রশংসা চায় না।এরা আমার ভাই।
মোদি যাদের পা ধুয়ে দিয়েছেন তাদের মধ্যে নরেশ কুমার বলেন, এমন যে কিছু হবে, তা তারা জানতেনই না। স্বয়ং প্রধানমন্ত্রী তাদের পা ধুয়ে দেয়ায় তারা বিস্মিত। অপর এক পরিচ্ছন্নতাকর্মী জ্যোতি বলেন, প্রধানমন্ত্রীর কাছে এত সম্মান পাব কোনোদিন ভাবিনি। কতদিন কুম্ভে কাজ করছি তাও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু