পরীবাগে দোকান থেকে ২৮৮টি বন্যপ্রানীর চামড়া জব্দ
ই-বার্তা ডেস্ক।। সোমবার বিকালে রাজধানীর শাহবাগের পরীবাগ সুপার মার্কেটে অভিযান চালিয়ে চিতা বাঘ, মেছো বাঘসহ ২৮৮টি বন্যপ্রাণীর চামড়া জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় ক্র্যাফট কর্নার নামক একটি দোকানের দুই মালিক মমিনুল ইসলাম ও হুমায়ুন কবীরকে এক বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, ঘণ্টাব্যাপী এই অভিযানে একটি চিতা বাঘের চামড়া, একটি লজ্জাবতী বানরের চামড়া, একটি মেছো বাঘের চামড়া, একটি বনবিড়ালের চামড়া, ২২৭টি গুঁইসাপের চামড়া ও ২৩টি বিভিন্ন ধরনের সাপের চামড়া জব্দ করা হয়। জব্দ করা চামড়া প্রাণিসম্পদ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু