পাকিস্তানের একের বিপরীতে ভারত ফেলবে ২০ বোমা!

ই-বার্তা ডেস্ক।।   পারভেজ মোশাররফ বলেছেন, পাকিস্তান ভারতে একটা পরমাণু বোমা ফেললে, ভারত পাল্টা ২০টা পরমাণু বোমা ফেলবে। 

 এর আগে,পুলওয়ামা হামলার পর ইমরান খানের পাশে দাঁড়িয়ে ভারতের বিরোধিতায় সরব হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মোশাররফ। তার তিনদিনের মধ্যেই ফের সুর বদল করেছেন তিনি। 

রবিবার এক সাক্ষাৎকারে পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডনকে পারভেজ মোশাররফ বলেছেন, পাকিস্তান ভারতে একটা পরমাণু বোমা ফেললে, ভারত পাল্টা ২০টা পরমাণু বোমা ফেলবে। 

তিনি বলেন, ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আবার চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এসময় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘পাকিস্তান যদি একটি পরমাণু বোমা ভারতে ফেলে তাহলে ভারত পাল্টা ২০টি পরমাণু বোমা ফেলে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দেবে। তাই পাকিস্তান যদি প্রথমেই ৫০টি পরমাণু বোমা দিয়ে হামলা চালায় তাহলে আর ভারত ২০টি পরমাণু বোমা ফেলার সুযোগ পাবে না।’

ই-বার্তা/ মাহারুশ হাসান