পাকিস্তানের কাছে জবাব চায় যুক্তরাষ্ট্র
ই-বার্তা ডেস্ক।। যুক্তরাষ্ট্রের তৈরি সুপারসনিক যুদ্ধ বিমান এফ-১৬ বিক্রি করা হয়েছিলো পাকিস্তানের কাছে। যদিও বিক্রির সময় বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্ত। যদিও সে শর্ত তাদের মতে মানেনি পাকিস্তান।
রয়টার্স এর খবর অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে হামলা করার পর পাকিস্তান পাল্টা জবাব দিতে এফ-১৬ নিয়ে ঢুকে যায় ভারতে।এ নিয়ে রোববার ইসলামাবাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এফ-১৬ বিমান বিক্রির চুক্তি লঙ্ঘনের বিস্তারিত জবাব জানতে চেয়েছে পাকিস্তানের কাছে।
যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র বলেন, আমরা এ নিয়ে আরও অধিক তথ্য চাইছি। আমরা প্রতিরক্ষা অস্ত্র বিষয়ক অপব্যবহারের সবধরনের অভিযোগ গুরুত্ব সহকারে গ্রহণ করি।মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র লে. কর্নেল কন ফকনার বলেন, বিদেশে সামরিক অস্ত্র বিক্রয় চুক্তিতে অপ্রকাশিত নিয়মের কারণে আমরা চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারি না।
উল্লেখ্য, পেন্টাগন বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামরিক অবস্থান শক্তিশালী করতে এফ-১৬ বিমান দেওয়া হয়েছিল পাকিস্তানকে।ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, কয়েকটি শর্ত মেনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কিনেছিল পাকিস্তান। এর মধ্যে দুটি বিষয় হলো, শুধু সন্ত্রাসবাদ নির্মূলেই এফ-১৬ ব্যবহার করা যাবে, কোনো দেশের ওপর আক্রমণে এই বিমান ব্যবহার করা যাবে না।
ই-বার্তা/ মাহারুশ হাসান