পাকিস্তানে খেলবেন ডি ভিলিয়ার্স
ই-বার্তা ডেস্ক।। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্ডার্সের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া লীগ গুলো খেলছেন নিয়মিত।
প্রায় এক যুগ পর পাকিস্তানে প্রত্যাবর্তন ঘটবে ৩৬০ ডিগ্রী খ্যাত এই ব্যাটসম্যানের। সর্বশেষ ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে পাকিস্তান সফর করেন তিনি।
২০০৯ শ্রীলঙ্কান ক্রিকেট টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে নির্বাসনে আছে পাকিস্থানের হোম গ্রাউন্ড গুলো। সেই ঘটনার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু ২০১৫ সালের পর থেকে আবারও ক্রিকেটে ফিরতে শুরু করেছে পাকিস্তানে।
সব ঠিকঠাক থাকলে গত এক বছরে পাকিস্তান সফর করা ষষ্ঠ প্রোটিয়া ক্রিকেটার হবেন ডি ভিলিয়ার্স।খবরটা নিশ্চিত করে ভিলিয়ার্স বলেন, ‘আমি খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ৯ এবং ১০ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আমি লাহোর কালান্ডার্সের হয়ে পিএসএলের দু’টি ম্যাচ খেলবো। ঘরোয়া সমর্থকদের সমর্থন পাওয়ার জন্য মুখিয়ে আছি আমি। বলা উচিত, আমি গোটা আসরটার জন্যই মুখিয়ে আছি।’
পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে আগ্রহের কথা জানালেও পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। তিনি বলেন, ‘পারিবারিক ব্যস্ততার কারণে আমি কেবল গ্রুপ পর্বের শেষদিকের ম্যাচগুলোই খেলতে পারবো। আমি লাহোর কালান্ডার্সকে ধন্যবাদ দিতে চাই তারা আমার অবস্থাটা বুঝতে পেরেছে। আশা করবো তারা আমাকে ম্যাচ খেলার সুযোগ করে দেবে।’
উল্লেখ্য, এবারের পিসিএল শুরু হবে ১৪ ফেব্রুয়ারি।
ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু