পা হারানো রাসেলকে কোটি টাকা দিতে হাইকোর্টের রুল
রাজধানীতে গ্রীনলাইন বাসের চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে গ্রিনলাইন পরিবহনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
সংরক্ষিত আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতির করা রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন খন্দকার শামসুল হক রেজা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
গত ২৮ এপ্রিল মেয়র হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালক রাসেল সরকারের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় তার।
এদিকে গ্রিনলাইন পরিবহনের বাসটিকে চালকসহ আটক করে শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় চালক কবির হোসেনকে গ্রেপ্তারের পর তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে যাত্রাবাড়ী থানা পুলিশ।পা হারানো রাসেল রাজধানীর আদাবর এলাকার সুনিবিড় হাউজিংয়ে বসবাস করতেন।