পিচ শুকাতে হেয়ার ড্রায়ার, সমালোচিত ভারত
ই-বার্তা ডেস্ক।। কভারের ফাঁক দিয়ে পানি ঢুকে পিচ ভিজে যায়। এ কারণে রোববার বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত-শ্রীলংকা সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ভেস্তে গেছে। পিচ শুকাতে মাঠকর্মীরা হাজারো চেষ্টা করলেও ম্যাচ শুরু করা যায়নি।
এদিন পিচের ভেজা অংশ শুকাতে অভিনব পদ্ধতি অবলম্বন করেন মাঠকর্মীরা। ব্যবহার করেন হেয়ার ড্রায়ার, ইস্ত্রি (আয়রন) ও ভ্যাকিউম ক্লিনার। তবে কিছুতেই কাজ হয়নি। এই যুগেও হেয়ার ড্রায়ার দিয়ে মাঠ শুকানোর চেষ্টা করায় সমালোচিত হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপও চলছে সমানতালে। সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া সরাসরি সম্প্রচারের সময় বলেন, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে বর্ষাপাড়া স্টেডিয়ামে ত্রুটি রয়েছে। কারণ, কভারের ফাঁক দিয়ে পানি পড়ছে ২২ গজে।
তিনি বলেন, এটি স্কুলের ছেলেদের মত ভুল। আউটফিল্ড একেবারে শুকনো। কিন্তু পিচে পানি ঢুকছে। সম্ভবত আচ্ছাদনের কিছু জায়গায় ছিদ্র রয়েছে। আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতির ক্ষেত্রে এটা হতাশাজনক।
উল্লেখ্য, প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যাক্ত হওয়ায় কার্যত সিরিজটি হয়ে দাঁড়িয়েছে দুই ম্যাচের। মঙ্গলবার ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লংকানদের মুখোমুখি হবে ভারত। সিরিজের শেষ ম্যাচ হবে শুক্রবার পুনেতে।
ই-বার্তা/সালাউদ্দিন সাজু