পুরান ছবি পোস্ট করে তিরস্কারের মুখে আইসিসি
সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে দ্বিতীয় ওয়ানডেতে ৪ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। টাইগারদের জয়ের পর পুরনো ছবি পোষ্ট করে ক্রিকেট সমর্থকদের তিরস্কারের মুখে আইসিসি। আইসিসির এমন নিউজ আপডেট নিয়ে কড়া ভাষায় সমালোচনা করছেন বিশ্ব ক্রিকেট সমর্থকরা।
দ্বিতীয় ম্যাচে আইসিসির পেইজে দুই দলের যতোগুলো ছবি পোস্ট করা হয়েছে তার কোনটিই নির্দিষ্ট খেলার ছবি নয়।
আইসিসির সূচি অনুযায়ী যতোগুলো খেলা অনুষ্ঠিত হয় আইসিসি এর প্রতিটি খেলায় তাদের পেইজে লাইভ আপডেট দিয়ে থাকে। মাঝে মাঝে বিশেষ অংশগুলোর ছবিও তারা পোষ্ট করে থাকে। কিন্তু বাংলাদেশ-জিম্বাবুয়ের যতোগুলো ছবি আপডেট করা হয়েছে এর কোনটিই মঙ্গলবার (৩ মার্চ) এর নির্দিষ্ট ম্যাচের ছিলো না।
আইসিসির এমন কাণ্ডে কড়া ভাষায় সমালোচনা করছেন বিশ্বের অনেক দেশের ক্রিকেট সমর্থকরা।
উল্লেখ্য, তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৩২২ রানের লক্ষ্য দাড় করায় বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ৩২২ রানের জবাবে ৩১৮ রানে থামে জিম্বাবুয়ে। এ জয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিজেদের করে নেয় মাশরাফিরা।