পুলিশকে গাড়ি ঠেলে সাহায্য করলেন প্রতিমন্ত্রী মির্জা আজম

বালুতে আটকেপড়া পুলিশভ্যান ঠেলে তুলেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। জামালপুরের মাদারগঞ্জে একটি প্রোগ্রামে যাওয়ার সময় তার প্রটোকলের দায়িত্বে থাকা পুলিশের গাড়ি রাস্তার পাশে বালুতে আটকে গেলে মন্ত্রী নিজেই আটকে যাওয়া গাড়িটি ধাক্কা দিয়ে উদ্ধারের জন্য তার গাড়ি থেকে নেমে পড়েন।

শনিবার বিকালে মাদারগঞ্জ উপজেলার কাইজের চরে। তিনি জামালপুর থেকে মাদারগঞ্জ উপজেলায় রাজনৈতি কর্মসূচিতে যোগ দেয়ার জন্য যাওয়ার পথে এই ঘটনা ঘটে।একজন প্রতিমন্ত্রীর এমন দৃষ্টান্ত তরুণদের উৎসাহিত করবে অহংঙ্কারমুক্ত মানুষ হতে এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা।

 

প্রতিমন্ত্রী মির্জা আজম যুগান্তরকে বলেন, আমি নিজেকে কখনও মন্ত্রী হিসেবে ভাবি না। আমি সব সময় মানুষের সেবা ও কল্যাণে কাজ করি। একজন মানুষ হিসেবে সবচেয়ে বড় কর্তব্য হলো বিপদে অন্যজনকে সহায়তা করা। আমি শাসক হিসেবে নয়, সেবক হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবা ও কল্যাণে কাজ করতে চাই।