পুলিশকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ই-বার্তা ডেস্ক।।  পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাযার্লয়ে পুলিশের ঊধ্বর্তন কমর্কতাের্দর নিয়ে অনুষ্ঠানে, সন্ত্রাস-জঙ্গি দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে এখন মাদক ও দুনীির্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ কমকর্তাদের নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘মাদক ও দুনীির্তর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে।  আপনাদের বেতন-ভাতা বাড়িয়েছি।  যা যা দাবি করেছেন সবই মেনে নিয়েছি। ‘সব সময় লক্ষ্য রাখতে হবে, দুনীির্ত একটা দেশের অথৈর্নতিক উন্নয়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে।  আর মাদক একটা পরিবার না, একটা দেশকে ধ্বংস করে।  এই ধরনের কাজ যেন আর না হয় বাংলাদেশে।  বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, নিরাপত্তা পাবে।  সেভাবেই আমরা দেশটাকে গড়ে তুলব।’

শেখ হাসিনা বলেন, ‘আমার নিজের কোনো ব্যক্তিগত আকাক্সক্ষা বা চাওয়া-পাওয়া নেই।  আমি শুধু দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করে যেতে চাই, যাতে বাংলাদেশকে একটা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি। ‘সেইক্ষেত্রে সকল পুলিশ বাহিনীর সদস্যদের বলব, পুলিশকে হতে হবে জনবান্ধব পুলিশ, যেটা জাতির পিতা নিদের্শ দিয়ে গেছেন।’

দেশের অথৈর্নতিক উন্নয়নের জন্য যে পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশ তৈরিতে পুলিশ বাহিনীকেই সবচেয়ে বেশি শ্রম দিতে হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সে শ্রমটা আপনারা দক্ষতার সাথে দিয়েছেন।  যার জন্য অথৈর্নতিকভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি।  তবে আমাদের যাত্রা শেষ হয়নি।  আমাদের আরও অনেক দূর যেতে হবে।  বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে।  তাই আপনাদের সেইভাবে আন্তরিকতার সাথে জনবান্ধব পুলিশ হয়ে কাজ করতে হবে।  মানুষের ভেতর আস্থা-বিশ্বাস সৃষ্টি করতে হবে।’

এ ছাড়া মামলার অভিযোগপত্র, মামলাগুলো যাতে সময়মতো শেষ হয় সেদিকে নজর দিতেও পুলিশ কমর্কতাের্দর নিদের্শ  দিয়ে প্রধানমন্ত্রী। বলেন, ‘বাংলাদেশে আমরা জঙ্গিবাদ-সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে সক্ষম, আমরা করতে পেরেছি।  কিন্তু এটা আমাদের অব্যাহত রাখতে হবে।  আপনাদের একটা স্ট্র্যাটেজি থাকতে হবে।  গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদশর্ক জাবেদ পাটোয়ারি, জননিরাপত্তা সচিব মোস্তফা কামাল উদ্দিন, পু্লেিশর বিভিন্ন পযাের্য়র কয়েকজন কমর্কতার্ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু