পৌনে ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
ই-বার্তা ডেস্ক ।। প্রায় পৌনে ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার দুপুর থেকে জেলার দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ ছিল।
সিলেট রেলওয়ে স্টেশন ভারপ্রাপ্ত ম্যানেজার আবু নাছের মো. রাসেল এ বিষয়ে সাংবাদিকদের জানান, দুপুর পৌনে ২টায় মালবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়। এরপর রেলের উদ্ধারকারী দল বগিটি উদ্ধার করলে বিকেল সাড়ে ৪টা থেকে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম