‘প্যারোলে নয়, জামিন পাওয়ার হকদার খালেদা জিয়া’
ই- বার্তা ডেস্ক।। কারাবন্দী বিএনপি চেয়ারপারসনে দ্রুত মুক্তি চেয়েছেন তার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন মন্তব্য করেছেন যে, প্যারোলে নয়, জামিন পাওয়ার হকদার খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন এসব কথা বলেন।
তিনি বলেন, জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার, তিনি জামিনের হকদার। তাই প্যারোল নয়, আইন প্রক্রিয়া-ই তিনি মুক্তি হবেন।
জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশে মোট ৩৭টি মামলা করা হয়েছে। তবে এ ৩৭টি মামলার মধ্যে দু’টি মামলায় (জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট) জামিন পেলেই তার মুক্তি মিলবে।
তিনি বলেন, যে দুই মামলায় খালেদা জিয়া কারাবন্দী আছেন, সে মামলায় তিনি নির্দোষ। খালেদা জিয়াকে জনগণ থেকে বিছিন্ন করার জন্যই কারাবন্দী করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখনই আমরা খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে আদালতে গিয়েছি, তখনই রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। আমরা রাষ্ট্রের প্রধান আইন কর্মকতার কাছে আহ্বান জানাব, আগামী দিনে যেন তারা খালেদা জিয়ার জামিন নিয়ে আপত্তি না জানান।