প্রথমবার ১০০ কোটির ক্লাবে শহিদ কাপুর
ই- বার্তা ডেস্ক।। শহিদ কাপুরের নতুন সিনেমা ‘কবির সিং’ বক্সঅফসে ঝড় তুলেছে । ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক।
নানা সমালোচনার মধ্যেই দর্শক হলে ভিড় করছেন ছবিটি দেখার জন্য। তাই মুক্তির পাঁচ দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে ছবিটি। আর ছবি মুক্তির ষষ্ঠ দিনে ছবিটির আয় এসে দাঁড়িয়েছে ১২০ কোটিতে।
এই চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানান, প্রথম দিনে এ সিনেমার সংগ্রহ ২০.২১ লাখ রুপি। দ্বিতীয় দিনে সংগ্রহ ২২.৭১ কোটি রুপি। দুই দিনে সংগ্রহ দাঁড়ায় ৪২.৯২ কোটি রুপি। আর তৃতীয় দিনে সংগ্রহ ২৭.৯১ কোটি রুপি। তিন দিনে মোট সংগ্রহ দাঁড়ায় ৭০.৮৩ কোটি রুপি। চতুর্থ ও পঞ্চম দিনের আয় দিয়ে ১০০ কোটির ক্লাব পার হয়েছে ছবিটি।
আদর্শ আরও জানান, ভারতের বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করতে অক্ষয় কুমারের ‘কেসারি’র লেগেছে সাত দিন। রণবীর সিংয়ের ‘গাল্লি বয়’-এর লেগেছে আট দিন ও কমেডি ড্রামা ‘টোটাল ধামাল’-এর লেগেছে নয় দিন। অন্যদিকে, মাত্র চার দিনেই ১০০ কোটি রুপি আয় করেছে সালমান খানের ‘ভারত’, যদিও ‘কবির সিং’-এর চেয়ে এক হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ছবিটি। সেদিক থেকে দেখলে সালমান খানকেও পেছনে ফেলেছেন এই নায়ক। শতকোটির ক্লাবে পৌঁছাতে শহিদ কাপুরের ‘কবির সিং’-এর লেগেছে মাত্র পাঁচ দিন।
বুধবার ‘কবির সিং’ প্রায় ১৬ কোটি রুপি আয় করেছে ছবিটি। সব মিলিয়ে ছয় দিনে ছবিটি আয় করে প্রায় ১২০ কোটি রুপি। ‘নারীবিদ্বেষী’, ‘পুরুষতান্ত্রিক’ সিনেমা আখ্যা দিয়ে অনেকেই কঠোর সমালোচনা করলেও বক্স অফিসে এর প্রভাব পড়ছে না।
ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম